বন্দনা ভট্টাচার্য, হুগলী: চন্দননগর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে অনলাইন অপরাধ নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার হুগলির চুঁচুড়া রবীন্দ্রভবনে এই কর্মসূচি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, এসিপি হেডকোয়ার্টার অলকানন্দ ভাওয়াল, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, সাইবার ক্রাইম শাখার ডিএসপি ঐন্দ্রিলা রাই আই সি আই সি আই ব্যাংকের নোডাল অফিসার ইন্দ্রনীল আচার্য সহ অন্যান্য আধিকারিকগণ। শুধু রাজ্য বা শুধু দেশ নয়, গোটা পৃথিবী জুড়েই চলছে সাইবার অপরাধ মূলক কাজকর্ম। প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। খোয়া যাচ্ছে অর্থসহ গুরুত্বপূর্ণ নথি পত্র।এর থেকে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই কারণে অনলাইন প্রতারণা থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারা যাবে , সাধারণ মানুষদের সেই বিষয়ে সচেতনতার বার্তা দেন অনুষ্ঠানের উপস্থিত পুলিশ আধিকারিকগন ও বিশিষ্ট ব্যক্তিগণ। অনলাইনে যেকোনো প্রলোভনে প্রভাবিত না হওয়ার জন্যও সতর্ক করা হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়া যারা অনলাইন অপরাধ চক্রের দ্বারা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, এমন ১৬ জনকে ৩১ লক্ষ ৯৮ হাজার উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে।
এছাড়াও হারিয়ে যাওয়া ১২০ টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয় তাদের গ্রাহকদের হাতে। পুলিশ আধিকারিকগণ চেক এবং মোবাইলগুলি তুলে দেন গ্রাহকদের হাতে। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি জাভালগী বলেন,ভয় এবং লোভ এই দুটো কারণ থেকেই সাধারণ মানুষ অনলাইন অপরাধ জগতের থেকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। কিছু মৌলিক এবং ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি আলোচনা করেন। এছাড়া মোবাইলে হোয়াটসআপ কল, ভিডিও কল এই সমস্ত বিষয়েও কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সেসব বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করেন এদিনের অনুষ্ঠানে। এই অনুষ্ঠান থেকে যারা অর্থ এবং মোবাইল ফেরত পেলেন তারা পুলিশের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত এবং প্রশংসাও করেন।
চুঁচুড়ায় সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতা অনুষ্ঠান।

- Advertisement -