Friday, August 29, 2025
Ad

কর্মরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের।

Must read

বন্দনা ভট্টাচার্য, হুগলি: বিয়ের তিন দিন আগে হঠাৎই কর্মরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মধ্যে। মৃত পুলিশ কর্মীর নাম হিমাংশু মাঝি। বয়স ২৬ বছর। তার বাড়ি বাঁকুড়া জেলার হিড়বাদ এলাকায়। পাঁচ বছর আগে রাজ্য পুলিশের চাকরি পেয়েছিলেন তিনি। কর্মস্থল ছিল চুঁচুড়া পুলিশ লাইনে। চলতি বছরের ৩রা জানুয়ারি হিমাংশুর বিয়ের দিন নির্ধারিত হয়েছিল। হুগলির ইমামবাড়া সদর হাসপাতালের লক আপের পাহারায় ছিলেন তিনি। তার সঙ্গে অপর এক পুলিশ কর্মীও ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে সেই সহকর্মী শৌচাগারে গেলে হঠাৎই হিমাংশু নিজেকে লক্ষ্য করে গুলি চালান তার সার্ভিস রিভালবার থেকে। গুলি লাগে তার মাথায়।তাকে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ ইমামবাড়া হাসপাতালেই ভর্তি করা হয় চিকিৎসার জন্য। বর্তমানে তার অবস্থা সংকট জনক। এই ঘটনায় হাসপাতালের রোগী ও তার পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, মার্চের তিন তারিখ হিমাংশু বিয়ের দিন ছিল। সেই কারণে শুক্রবার তার বাঁকুড়ার বাড়িতে ফেরার কথা ছিল। তাহলে এমন কি ঘটনা ঘটেছিল যে বাড়ি ফেরার আগের দিন বৃহস্পতিবার সকালে এমন ভাবে আত্মহননের চেষ্টা করে হিমাংশু। কি কারণে হিমাংশু এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন অবস্থার অবনতি হওয়ায় কলকাতার সি এম আর আইতে স্থানান্তরিত করা হয়। গ্রীন করিডর করে তাকে নিয়ে যাওয়া হয়েছে সি এম আর আই হাসপাতালে। ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ পৌঁছিয়েছেন। আত্মহননের চেষ্টা কারণ খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article