বন্দনা ভট্টাচার্য, উত্তর পাড়া : সাত দফা দাবীতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুক্রবার উত্তরপাড়া পৌরসভায় গিয়ে পৌরপ্রধান দিলীপ যাদবকে ডেপুটেশন জমা করেন।
বিজেপি রাজ্যস্তরের নেতা প্রনয় রায়, শ্রীরামপুর ওবিসি মোর্চার জেলা সভাপতি প্রবীর কুন্ডু ও উত্তরপাড়া ও মাখলা মন্ডলের অন্যান্য নেতা ও কর্মীরাও । উত্তরপাড়া ও কোতরং এর বেহাল রাস্তা পূজোর আগে সারাই করা, উত্তরপাড়ার মুখে ১ কোটি ৩২ লক্ষ টাকা খরচা করে যে তোরোনটি তৈরী হয়েছিল সেটি এক বছরের মধ্যেই বেহাল অবস্থা। সেটিও সারিয়ে দিতে হবে, সাফাই কর্মীদের দিন মজুরী বাড়াতে হবে, উত্তরপাড়ার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেই জন্য আরও ভালোভাবে পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে, এই সব দাবীতেই ডেপুটেশান জমা করা হয়। পৌরপ্রধান দিলীপ যাদব ডেপুটেশান জমা নিয়েছেন এবং আস্বস্ত করেছেন সব বিষয়গুলো খতিয়ে দেখে তিনি সাধ্যমত ব্যবস্থা গ্রহন করবেন