Monday, October 20, 2025
Ad

ভাষা শহীদ দিবসে ভারত বিখ্যাত বিজ্ঞানীদের মুখোমুখি ছাত্র-ছাত্রীরা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে উপস্থিত ভারত বিখ্যাত বিজ্ঞানীরা।

নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর: অমর একুশে ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হলো “বিজ্ঞানী – ছাত্র ছাত্রী মুখোমুখি জিজ্ঞাসা”। কলকাতায় কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে পাঁচ জন বিখ্যাত বিজ্ঞানীর উপস্থিতিতে ওই বিজ্ঞান চেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে। সারাদিনের ঐ কর্মশালায় অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঁচ শতাধিক ছাত্রছাত্রীরা। ভারত তথা পৃথিবীর খ্যাতিমান বিজ্ঞানীগণ ঐ কর্মশালায় যোগ দিয়েছেন। বিজ্ঞান চেতনার উপর আগ্রহ বাড়াতে, মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার উৎসাহ দিতে এই প্রয়াস বলে জানিয়েছেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক, চন্দন কুমার মাইতি।বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে কুইজ কনটেস্ট এর ব্যবস্থা ছিল। বিজ্ঞানীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে উপকৃত হয়েছে ছাত্র-ছাত্রীরা। এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন চাট মডেল ইত্যাদির মাধ্যমে বিজ্ঞানকে সরলীকরণ করার এবং সাধারণ মানুষের কাছে পৌঁছানোর প্রয়াস জারি রাখা হয় বিজ্ঞানীদের পক্ষ থেকে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article