বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: শুক্রবার ছিল আন্তর্জাতিক ভাষা দিবস। পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর আদালত শাখা দিনটি পালন করেন প্রতিবাদের মধ্য দিয়ে। অন্যান্য রাজ্যের মত বিভিন্ন প্রশাসনিক বিভাগে এবং সব দপ্তরে সব কাজ বাংলা ভাষায় চালু করার দাবিতে রাজ্যের সব আদালতের পাশাপাশি শ্রীরামপুর আদালতেও ল’ক্লার্কস অ্যাসোসিয়েশন বাংলা ভাষাকে কায়েম করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এদিন প্রথমে অ্যাসোসিয়েশনের সকল সদস্য মিছিল করে গোটা আদালত চত্বর পরিক্রমা করেন। এরপর যথাযথ মর্যাদায় বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এসিজেএম, মহকুমাশাসক, ডিস্ট্রিক্ট জজ এবং অন্যান্য সরকারি দপ্তরে স্মারক লিপি জমা করে।ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে ল’ক্লার্কস অ্যাসোসিয়েশন এই লড়াই করছে। পশ্চিমবঙ্গের আশপাশের একাধিক রাজ্যে নিজেদের মাতৃ ভাষাতেই সরকারি সব কাজ হয়। একমাত্র পশ্চিমবঙ্গে ইংরাজী ভাষাতে সরকারি সব কাজ চলে। এটা অত্যন্ত দুঃখজনক। তাই তিনি এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করার পাশাপাশি আদালত, প্রশাসন, সরকারি দপ্তরের সব কাজ বাংলা ভাষায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী।
রাজ্যে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহারের দাবিতে পথে নামলো ল’ক্লার্কস অ্যাসোসিয়েশন।

- Advertisement -