জ্যোতির্ময় ভৌমিক, বঙাইগাঁও : ৭৫ তম স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশন বঙাইগাঁও জেলা সমিতি র উদ্যোগে পালিত হলো আজাদী কা অমৃত মহোৎসব অনুষ্ঠান ! গতকাল সন্ধ্যায় নতুনপাড়া জেলাসমিতির কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়!
অনুষ্ঠানের শুরুতে মনীষীদের প্রতিমূর্তিতে মাল্যঅর্পন এবং সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন বিশিষ্ট আমনত্রিত অথিতিরা ! পাশাপাশি আমনত্রিত অথিতি দের সংবর্ধনা জানানো হয় ফেডারেশনের তরফ থেকে ! আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে কাব্যনীর বাচিক সংঘের বিভিন্য শিল্পীদের নাটক পরিবেশন এবং বাক ভঙ্গিমায় সকলকে যন্ত্রমুগদ্ধ করে তোলে !
ছোট বড় সব বয়সী পুরোদমে মজে গিয়ে ছিলেন নাটকে ! এরপর বিভিন্ন শিল্পীদের দেশপ্রেমমূলক গান এবং নাচের অনুষ্ঠানে সমবেত দর্শকদের আপ্লুত করে ! অনুষ্ঠান সার্থক করে তোলার জন্য ছাত্র ফেডারেশনের বঙাইগাওঁ জেলাসমিতির সভাপতি সম্রাট ভাওয়াল এবং সম্পাদক কমল ঘোষ জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন !