বন্দনা ভট্টাচার্য, হুগলী : বামফ্রন্টের একাধিক শাখা সংগঠনের ডাকে চুঁচুড়ায় একটি মিছিল সংগঠিত হল। তৃণমূলের নেতাদের দুর্নীতির প্রতিবাদে “চোর ধরো জেল ভরো ” তৃণমূল হটাও দেশ বাচাঁও” এই স্লোগানকে পাথেয় করে বুধবার দুপুরে বামফ্রন্টের ডাকে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় চুঁচুড়ার ঘড়ির মোড়ে এসে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার তিনেক কর্মী সমর্থক এই মিছিলে যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। মিছিল শেষে ঘড়ির মোড়ে একটি সমাবেশেরও আয়োজন করা হয়। বিভিন্ন নেতা সহ সুজন চক্রবর্তী এই সমাবেশে বক্তব্য রাখেন।
বামফ্রন্টের একাধিক শাখা সংগঠনের ডাকে চুঁচুড়া চলো অভিযান সংগঠিত হল।

- Advertisement -