Tuesday, September 2, 2025
Ad

উত্তরপাড়া পুরসভার সাত ও দশ নম্বর ওয়ার্ডের এলাকায় তীব্র জল কষ্ট শুরু।

Must read

নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া : গঙ্গার জল পরিশুদ্ধ করে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে। পাইপ লাইন বসানো চলছে উত্তরপাড়া শহর জুরে।সেই কাজ করতে গিয়ে প্রায় প্রতিটা গলি থেকে চওড়া রাস্তার মাটি খোঁড়া হয়েছে। মাটি খোঁড়ার সময় পুরোনো পাইপ লাইন ফেটে মাঝে মধ্যে বিপত্তি দেখা দিচ্ছে।ঘোলা জল বেরোচ্ছে।উত্তরপাড়া পুরসভার সাত ও দশ নম্বর ওয়ার্ডের এলাকায় তীব্র জল কষ্ট শুরু হয়েছে গত কয়েকদিন ধরে।শহরের বাসিন্দারা জানান ঘোলা জল পান করা বা ব্যবহার করা যাচ্ছে না।পুরসভা জলের গাড়ি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।স্থানীয় সিপিএম নেতা তনয় দাশগুপ্তর অভিযোগ,জল প্রকল্পের কাজ চলছে দুবছর ধরে।শহরের সমস্ত রাস্তা খুঁড়ে ফেলা হয়েছে।আগের পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে।সেই পাইপ দিয়ে নর্দমার দূষিত জল ঢুকছে।পান করা যাচ্ছে না।জল কিনে খেতে হচ্ছে।এতে পুরসভার কি লাভ হচ্ছে জানিনা।একটু বৃষ্টি হলেই এক হাঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে।সাত নম্বর ওয়ার্ডের নিউ স্টেশন রোড,দেশবন্ধু রোড,শিবতলা স্ট্রীট,দ্বারিক জঙ্গল রোড,বিধান পার্ক সহ বিভিন্ন এলাকায় এই সমস্যা দেখা দিয়েছে।

পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।তিনি বলেন,পুরসভার সাত নম্বর দশ নম্বর ওয়ার্ডের ঢাকায় সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।কারন পুরনো পাইপ সরিয়ে দিয়ে নতুন পাইপ রিজার্ভার থেকে যেটা যাবে সেটা বসানোর জন্য।এখনো কিছুটা ঘোলা জল আসছে।আজ আশাকরি রাতের মধ্যে সমস্যা মিটবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article