চাঞ্চল্য গঙ্গানগর এলাকায়।
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: কোলকাতার পর এবার হুগলীতে বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল।
ঘটনাটি কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর এলাকার। স্থানীয় সূত্রের খবর, গঙ্গা নগর এলাকায় পাম্প হাউসের কাছে একটি পুকুর লিজে নিয়েছেন এক ব্যক্তি। এই ওয়ার্ড পঞ্চায়েত প্রধান তিনি বেশ কয়েক দিন ধরে পাম্পের সাহায্যে পুকুর থেকে জল তুলে ফেলছিলেন। পুকুরের চারপাশে বেশ কিছু দোকান ও বাড়ি রয়েছে। মঙ্গলবার দিন স্থানীয়রা লক্ষ করেন, একটি দোকান ও একটি বাড়ি পুকুরের দিকে ধস নেমে হেলে পড়েছে। এর ফলে বাড়ি ও দোকানের একাংশে ফাটলও দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্ঞ্চায়েতের অনুমতি ছাড়া পুকুর থেকে জল সেচ করার কাজ চলছিল। পুকুরপাড়ে এত বাড়ি,দোকান দেখেও কোনো প্রকার সুরক্ষার ব্যবস্থাও করে নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ। আসেন পঞ্চায়েতের কয়েকজন ইঞ্জিনিয়ার। তারা বিষয়টি খতিয়ে দেখেন।ইঞ্জিনিয়ার সজল ঘোষ বলেন, পুকুর থেকে অপরিকল্পিত ভাবে জল তোলার কারণে মাটি নরম হয়ে যাওয়ার কারণে ধস নেমে বাড়ি ও দোকান ঘর হেলে পড়েছে। যত দ্রুত সম্ভব পুকুরের চারপাশ বাঁধিয়ে দিতে হবে। বাড়ি ও দোকানগুলো সুরক্ষিত করার ব্যবস্থা করতে হবে। না হলে হেলে পড়ার ঘটনা আবারও ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কার্তিক চন্দ্র দাস ও ক্ষতি হওয়া বাড়ির মালিক অর্চনা বিশ্বাস জানিয়েছেন যথাযথ সুরক্ষা ব্যবস্থা করে এবং পঞ্চায়েতের অনুমতি সাপেক্ষে জলসেচের কাজ করা উচিৎ ছিল। দুজনেই পঞ্চায়েতের কাছে ক্ষতিপূরণের অনরোধ জানিয়েছেন। উপ প্রধান ভবেশ ঘোষ বলেন, পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা গোটা বিষয় খতিয়ে দেখেছে। পুকরটি যে লিজ নিয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। আলোচনা সাপেক্ষে ক্ষতি হওয়া দোকান ও বাড়ির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ভবেশ ঘোষ।