সেফ ড্রাইভ সেভ লাইফ Safe drive Save life
নিজস্ব প্রতিনিধি, কুলপি: রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ উদযাপন। যা চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি কুলপি থানা ও কুলপি ব্লক প্রশাসন ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ শীর্ষক একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করেন। যা শুরু হয় কুলপি ব্লক অফিসের সামনে থেকে। ১১৭ নম্বর জাতীয় সড়ক হয়ে কুলপি মোড় এলাকা জুড়ে কুলপি থানায় গিয়ে শেষ হয়।

এই র্যালিতে ছিলেন মন্দিরবাজার এসডিপিও সুবির বাগ, কুলপি বিডিও সৌরভ গুপ্তা, কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার এবং কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শেখ জাহাঙ্গীর আলী। পথ নিরাপত্তার বার্তা প্রদর্শনের জন্য মূকনাট্য সহ র্যালি, ড্রাম সহ NCC ক্যাডেট, স্কুল ছাত্র এবং পুলিশ বাহিনী র্যালিতে অংশগ্রহণ করেন।এদিন দুপুরে র্যালির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য তুলে ধরা হয়। পথ দুর্ঘটনা রুখতে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে যানবাহন চালানো, রাস্তা পারাপার করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। ব্লক আধিকারিক সৌরভ গুপ্তা বলেন, সপ্তাহটি ট্রাফিক নিয়ম মেনে চলা, অবহেলা এড়াতে এবং নিরাপদ ড্রাইভিং অনুশীলন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। এই সমস্যাগুলিকে সমাধান করার মাধ্যমে, সড়ক নিরাপত্তা সপ্তাহের লক্ষ্য সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং আহত হওয়া কমানো।