বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: পাটের গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনটি হুগলীর ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুট মিলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ মিলের তিন নম্বর পাটের গোডাউনে আগুন লাগে। গোডাউনে প্রচুর পাট মজুত থাকায় সেই আগুন মুহুর্তের মধ্যে বড়সড়ো আকার ধারণ করে। আগুনের তীব্রতায় চার নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও দুটো গোডাউনের ভিতরে মজুত থাকা পাট সহ অন্যান্য মালপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দুটো গোডাউনের ছাদই ভেঙ্গে পড়েছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও একজন শ্রমিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার কারণ জানা যায় নি। মিল কতৃপক্ষও এই বিষয়ে কিছু বলতে পারেননি। তবে হুগলী জেলা সি আই টি ইউ’র নেতা হিরালাল সিং অগ্নীকান্ডের জন্য মিল কতৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন।