বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: হুগলির সিঙ্গুর ব্লক, হরিপাল ব্লক চন্ডিতলা ব্লকের ১৮ টি সাবওয়ে ও আন্ডারপাস এবং বাতিল করা সিঙ্গুর লোকাল পুনরায় চালু করার দাবিতে হাওড়ায় ডি আর এমের কাছে ডেপুটেশন জমা করলেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মঙ্গলবার হাওড়া স্টেশনে গিয়ে তিনি ডেপুটেশন জমা করেন। মন্ত্রীর সাথে এদিন উপস্থিত হয়ে ছিলেন, হরিপালের বিধায়ক করবি মান্না, আরামবাগের সাংসদ মিতালি বাগ,চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, হাওড়ার সাংসদ প্রসুন ব্যানার্জী সহ একাধিক নেতৃত্ব। উপস্থিত ছিল সিঙ্গুর, হরিপাল, চন্ডিতলার বহু সাধারণ মানুষ।ডি আর এম ডেপুটেশন গ্রহণ করেন এবং বিষয় গুলো নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করার আশ্বাস দেন। এই প্রশঙ্গে বেচারাম মান্না বলেন, হরিপাল, সিঙ্গুর, চন্ডিতলা ব্লকের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিনের প্রয়োজনে রেললাইন পারাপার করেন। অনেক সময় প্রাণ হানিকর দুর্ঘটনাও ঘটে। আবার ব্যস্ততম সময়ে রেলগেটে দীর্ঘ সময় মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। ছাত্র ছাত্রীরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে দীর্ঘদিন। সাধারণ মানুষের সুবিধার্থে এই সমস্যা নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়েছে। কিন্তু কোনোভাবেই কোন ফল হচ্ছে না। এবার ডেপুটেশনে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও বলেন বেচারাম মান্না।
একাধিক দাবিতে হাওড়া ডি আর এমের কাছে ডেপুটেশন মন্ত্রীর।

- Advertisement -