Wednesday, April 16, 2025
Ad

মৃত‍্যুদিনে উন্মোচিত হল বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি।

Must read

বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: হুগলির চন্দননগর কানাইলাল বিদ‍্যামন্দিরে বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। মহান এই বিপ্লবীর মৃত‍্যুদিন ছিল মঙ্গলবার। এদিন সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে এই স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। ১৯৯৪ সালে বিদ‍্যালয়ের মাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তন ছাত্রদের উদ‍্যোগে এই মূর্তি স্থাপিত হয় বিদ‍্যালয় প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যাক্তি ও অন‍্যান‍্য গুণীজন। উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররাও।বিশিষ্ট ব‍্যাক্তিগন বিপ্লবীর মর্মর মূর্তিতে মাল‍্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান। চন্দননগর ঐতিহ্যের শহর। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু ও অন‍্যান‍্য অনেক বিপ্লবী তাদের বৈপ্লবিক কাজকর্মের কারণে চন্দননগরে বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু একসময় কানাইলাল দত্ত বিদ‍্যামন্দিরের ছাত্র ছিলেন। এই কারণেই বিদ‍্যালয় প্রাঙ্গনে তাঁর মূর্তি স্থাপনে আগ্রহী ছিলেন প্রাক্তন ছাত্ররা। মেয়র রাম চক্রবর্তী এই প্রশঙ্গ জানালেন, বিপ্লবী রাসবিহারী বসু, কানাইলাল দত্ত, মনীন্দ্র নায়ক এক সময় এই বিদ‍্যালয়ের সাথে জুড়ে ছিলেন। ভারতবর্ষকে বিট্রিশ শাসন থেকে মুক্ত করে স্বাধীন ভারত গড়তে অন‍্যান‍্য স্বাধীনতা সংগ্রামীর মত মহানায়ক রাসবিহারী বসু্ও নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সেই বিপ্লবীদের বিদ‍্যালয়ের বর্তমান ছাত্রদের এই বিপ্লবী সম্মন্ধে অবগত জন‍্যই এই মূর্তি স্থাপন করার মূল কারণ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article