বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: মাত্র ৫৫ দিনের দিন ধর্ষন করে খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু দন্ডের সাজা ঘোষনা হল। পাঁচ বছরের শিশু কন্যাকে পাশবিক নির্যাতন করে খুন করার অপরাধে এই রায় ঘোষনা করল চুঁচুড়া পক্সো আদালত। প্রশঙ্গত উল্লেখ্য, হুগলির গুরাপ থানার অন্তর্গত চোপা গ্রামে ২৪ শে নভেম্বর রাতে ছোট্ট মেয়েটি বাবার কাছে মাংস খেতে চেয়েছিল। বাবা বাজারে গিয়েছিল মেয়ের জন্য মাংস আনতে। সেই সময় বাচ্ছা মেয়েটি প্রতিবেশির বাড়িতে খেলতে যায়। বাজার থেকে ফিরে এসে বাবা শিশু কন্যার খোঁজ শুরু করে। অনেক খুঁজে না পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। এরপর সকলে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অশোক সিং নামে প্রতিবেশি এক ব্যাক্তির বাড়ি থেকে বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় বস্তা চাপা দেওয়া শিশুকন্যাকে উদ্ধার করা হয়। সেখান থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর দেওয়া হয় গুরাপ থানায়। গুরাপ থানার পুলিশ এসে অশোক সিংকে গ্রেফতার করে।চুঁচুড়া আদালতে ধর্ষন খুন, প্রমান লোপাট সহ একাধিক ধারায় মামলা ঋজু হয়। শুরু হয় তদন্ত। তদন্তে উঠে আসে, বাচ্ছাটিকে লজেন্সের প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে এসে ধর্ষন করে খুন করে অশোক। এই মামলায় চলতি মাসের ১৫ তারিখ চুঁচুড়া পক্সো আদালত অশোককে দোষী সাব্যস্ত করে। এবং শুক্রবার অর্থাৎ ১৭ তারিখ আদালত তাকে ফাঁসির সাজা শোনায়। এই দিন ছিলো মেয়ের জন্মদিন। আর সেই দিনেই শিশুর মৃত্যুর প্রকৃত দোষীর মৃত্যু দন্ড। আদালতের এই রায়ে খুশি মৃত শিশুর পরিবার ও পরিজনেরা।
শিশু কন্যাকে নির্যাতন করে খুন, দোষীর মৃত্যুদন্ডের আদেশ আদালতের।

- Advertisement -