বইমেলা ও পুষ্প প্রদর্শনী ২০২৫।
বন্দনা ভট্টাচার্য, হুগলী: শুক্রবার থেকে শুরু হয়েছে ১৮ তম কোন্নগর বই মেলা। কোন্নগর পৌরসভার ব্যবস্থাপনায় ও পুরপ্রধান স্বপন দাসের তত্বাবধানে শকুন্তলা কালি মন্দির সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। নাম করা প্রকাশকরা তাদের বইয়ের সম্ভার সাজিয়ে বসেছে মেলা প্রাঙ্গনে। বইমেলায় ৫৬ টি বইয়ের স্টল থাকলেও জায়গার অভাবে তৃণমূল কংগ্রেসের জাগো বাংলার বুকস্টল মেলা প্রাঙ্গনে জায়গা পায় নি। উচ্চ নেতৃত্বের নির্দেশে মেলার বাইরে বুক স্টল করা হয়েছে। অবশ্য মূল মঞ্চের পাশেই” সবুজ যোদ্ধা” নামে একটি বইয়ের স্টল করা হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই রয়েছে বিক্রির জন্য । মেলা উদ্বোধন করতে এসে বিষয়টি সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নেমে এসে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পুরপ্রধান স্বপন দাসকে বলেন, জাগো বাংলার স্টল কেন মেলায় জায়গা পায়নি। মেলার বাইরে কেনো স্টল করতে হলো? এই বিষয়টা ঠিক হয়নি। এটা একদমই মেনে নেওয়া যায় না।স্বপন দাস সাংসদকে এই বিষয়ে বুঝিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু কল্যান ব্যানার্জী রুষ্ঠ হয়ে মেলা প্রাঙ্গন থেকে বেড়িয়ে যান। এই প্রশঙ্গে স্বপন দাস জানিয়েছেন, আগে আসার ভিত্তিতে প্রকাশকরা অগ্রাধিকার পেয়েছে। যারা আগে বুকিং করেছে তারাই মেলা প্রাঙ্গনে স্টল দিয়েছে। জাগো বাংলা যে স্টলটা চেয়েছিল, সেটা আগেই বুকিং হয়ে গিয়েছিলো। জাগো বাংলা স্টলের আবেদন করার পর তাদের যে স্টল দেওয়া হয়েছিল, সেটা ওদের পছন্দ হয়নি। কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন পুরপ্রধান তন্ময় দেব বলেছেন, কল্যান বন্দ্যোপাধ্যায় স্টলে এসেছিলেন। তিনি মেলার ভিতরে কাকে কি বলেছেন, সেটা দলের উচ্চ নেতৃত্বের বিষয়। তবে উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনেই মেলা প্রাঙ্গনের বাইরে বুক স্টল করা হয়েছে।