Monday, October 20, 2025
Ad

অপরাজিতা বিলে দ্রুত কেন্দ্রীয় অনুমোদনের দাবিতে মিছিল মহিলা তৃণমূলের।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

অপরাজিতা বিলে বোসের স্বাক্ষর দাবী।

নিজস্ব প্রতিনিধি, কুলপি: অবিলম্বে অপরাজিতা বিলে কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিতে হবে, এই দাবি তুলে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করল তৃণমূল মহিলা কংগ্রেস। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভায় ১১৭ নম্বর জাতীয় সড়কে নিশ্চিন্তপুর থেকে এই মিছিল শুরু হয় সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
এদিন বিকেলে ‘অপরাজিতা’ বিলে রাজ্যপালের দ্রুত স্বাক্ষর করার দাবি নিয়ে জাতীয় সড়কে এই মিছিলের নেতৃত্ব দেন সুন্দরবন সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী পূর্ণিমা হাজারি নস্কর। কয়েকশ মহিলা এই মিছিলে অংশগ্রহণ করে। মিছিলে পা মেলায় জেলা পরিষদ সদস্য নারায়ণ চন্দ্র ভৌমিক, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, যুব সভাপতি সামসুর আলম মির, ছাত্রনেতা রিয়াজুল সাহা এবং কুলপি পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গন ছাত্রনেতা রিয়াজুল সাহ প্রমুখ।সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভা নেত্রী পূর্ণিমা হাজারি নস্কর বলেন, বাংলা বিধানসভার পাশ হয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রিয় সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এই মিছিল। সম্মানীয় রাজ্যপাল যদি এই বিলে সাক্ষর না করেন তাহলে আমরা আগামীদিনে রাজপথে নামবো। কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার জানান, অপরাজিতা বিলে রাজ্যপালের স্বাক্ষরের দাবি নিয়ে এই মিছিল। এই কর্মসূচিতে মহিলারা যেমন পথে নেমেছে, দলের নির্দেশে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস ও ছাত্র-যুব নেতৃত্বরাও পা মিলিয়েছে মিছিলে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article