Monday, October 20, 2025
Ad

১ থেকে পিছিয়ে ২ তারিখ প্রয়াত নেতা আকবর আলি খন্দকারের জন্মদিবস পালন।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

প্রয়াত নেতার জন্মদিনে বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: প্রয়াত জনপ্রিয় নেতা আকবর আলি খন্দকারের ৬৮ তম জন্মদিন আনুষ্ঠানিক ভাবে পালিত হল বৃহস্পতিবার। হুগলির শেওড়াফুলি ছাতুগঞ্জ বাজার ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করেন আকবর আলি খন্দকার স্মৃতিচারণ কমিটির সভাপতি তথা চাঁপদানীর বিধায়ক অরিনদম গুঁইন। স্মৃতিচারণের পাশাপাশি এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে দুস্থদের মধ‍্যে শীতবস্ত্র প্রদান ও স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ স্বেচ্ছায় তাদের মূল‍্যবান রক্ত দান করেছেন। অনুষ্ঠানে অরিন্দম গুঁইন ছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, বৈদ‍্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, হুগলী – চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান অমিত রায়, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, রিষড়ার পৌর সদস‍্য হর্ষ প্রসাদ ব‍্যানার্জী সহ জেলার বিভিন্ন প্রান্তের বহু বিশিষ্ট নেতৃত্ব। উপস্থিত ছিলেন আকবর আলি খন্দকারের স্ত্রী স্বাতী খন্দকার।বিগত বছর ধরে প্রয়াত নেতার জন্মদিনটি ১ লা জানুয়ারি উদযাপন হত। এবং রাজ‍্যের বিভিন্ন প্রান্তের নেতা নেতৃরা অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ১ লা জানুয়ারি ঘোষনা হওয়ার পর থেকেই এই দিনটি ২ তারিখ পালন করা হচ্ছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article