বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হুগলীর ব্যান্ডেলে রমেশ মুদালিয়া হত্যাকান্ডে গ্রেফতার স্ত্রী ও শাশুড়ি সহ গ্রেফতার আরও চার যুবক। প্রশঙ্গত উল্লেখ্য গত শুক্রবার হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত কানাগড় টাওয়ার বাগানে রমেশ মুদালিয়া নামে এক ব্যাক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চলতি মাসের ২২ তারিখ সকালে বাড়ির কাছে ফাঁকা জায়গায়
রমেশের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃত রমেশের বিমাতা নাগরানি মুদালিয়া চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। তদন্তে নেমে মৃত রমেশের স্ত্রী সারদা মুদালিয়া ( ভারতী ) ২৭ বছর ও শাশুড়ি ইন্দিরা স্বামীকে ৬০ বছর গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসা করে বেশ কিছু তথ্যের ভিত্তিতে রবিবার সকালে আরও চারজনকে গ্রেফতার করা হয়। জেরায় ধৃতরা সকলেই রমেশকে হত্যার কথা স্বীকার করেছে। ধৃতরা হল বিকাশ মোহালি, বয়স ২২,পরিক্ষিত সোম ( বাপি) বয়স ২৭, অভিষেক রাজভর ( আশিষ),বয়স ২৭, ও প্রসেনজিৎ বিশ্বাস ( বাবু) বয়স ৩১ বছর। ধৃতদের এদিন চুঁচুড়া সদর আদালতে তোলা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই নৃশংস হত্যার কারণ কি এবং সাথে আর কেউ জড়িত রয়েছে কি না। চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক সূত্রে এই খবর জানানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে দশ বছর আগে রমেশের সাথে সারদার বিয়ে হয়। তাদের আট বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।