Saturday, April 19, 2025
Ad

২৪ ঘন্টা পার হতে না হতেই আবার খুন রায়দীঘিতে। 

Must read

সাতসকালেই খুন এক পৌঢ়।

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি: ২৪ ঘন্টার মধ্যে আবারও খুন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে। মঙ্গলবার সকালে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে চায়ের দোকানে এক ব্যক্তিকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত শেখ বাহাদুর (৫৭) স্থানীয় মহম্মদ নগরের বাসিন্দা। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ বোলের বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বাহাদুর। আচমকা পিছন থেকে এক দুষ্কৃতী মাথার পিছনে এবং ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। ঘটনার পরই দুষ্কৃতী শাহাদত শেখকে দৌড়ে পালাতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তড়িঘড়ি বাহাদুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠায়।

টাকা পয়সা লেনদেনের জেরে বাহাদুরকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। খুনের মামলার রুজু করে পুলিশ ঘটনা তদন্ত নেমে খুনের কারণ পরিষ্কার হওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে। অন্যদিকে রায়দিঘিতে ২৪ ঘন্টার মধ্যে পরপর দুটি খুনের ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article