Friday, April 18, 2025
Ad

পুজোর আগে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিল মহিলা তৃণমূল কংগ্রেস।

Must read

শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ।

নিজস্ব সংবাদদাতা, কুলপি: শুক্রবার কুল্পী ব্লকের সিদ্ধিবেড়িয়াতে গাজীপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে ব্রস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শারদ উৎসব উপলক্ষে এদিন প্রায় একশো জন মানুষের হাতে নানা রকম পোশাক তুলে দেয়া হয়। এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুল্পীর বিধায়ক যোগরঞ্জন হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, ব্লকের মহিলা নেত্রী বনানী চক্রবর্তী, খাদ্যের কর্মাধ্যক্ষ্যা রোকেয়া বিবি, কুলপি পঞ্চায়েত সমিতির সদস্যা সুপর্না হালদার ও অনন্যা নেত্রী বৃন্দ।

পোশাক তুলে দিচ্ছেন কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার।

এই বস্ত্র বিতরণ কর্মসূচির প্রধান উদ্যোক্তা কুলপি পঞ্চায়েত সমিতির সদস্যা সুপর্ণা হালদার বলেন, এলাকার দুস্থ অসহায় মানুষজন যাতে পূজোর সময় নতুন বস্ত্র পরিধান করে এই ধর্মীয় ও সামাজিক উৎসবে শামিল হতে পারেন সেইজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

বস্ত্র তুলে দিচ্ছেন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান নাজিমুদ্দিন পাইক।

বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। দুস্থ অসহায়রাও এই উৎসবের দিনগুলিতে যাতে হাসিমুখে কাটাতে পারে, তারই চেষ্টা করেছে আমাদের দলের মহিলা কর্মীরা। আমি এই কর্মসূচির উদ্যোক্তাদের জানাই ধন্যবাদ। পুজোতে ধনী-গরীব সবাই আনন্দ উপভোগ করুক এটাই কামনা করি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article