SUCI Communist Party Meeting
নিজস্ব সংবাদদাতা, কুলতলী: একদা বাম দূর্গো নামে পরিচিতি ছিল জয়নগর ও কুলতলি। দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভায় তারা তিরিশ বছরের অধিক শাসনভার নিজেদের হাতে রেখে ছিল। সময়ের সাথে সাথে তারও পরিবর্তন ঘটে। সেই সময়ে বিরোধীদলের সংগঠন তৈরি করতে বেগ পেতে হয়েছিল। পালাবদলের পর নিজেদের শক্ত ঘাঁটিতে আজ তারা নিরাপত্তাহীনতায়। ঠিক মতো দলীয় কর্মীসভা করতে পারছে না, অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হচ্ছে এই এস ইউ সি আই কমিউনিস্ট দলের সদস্যদের। যারা নিজেদেরকে সাচ্চা মার্কসবাদ ও কমিউনিস্ট বলে অভিহিত করেন আজ তাদের কতটা করুণ অবস্থা।
সম্প্রতি আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে কুলতলী থানার ঘটিহারানিয়া বাজারে এস ইউ সি আই সি দলের পক্ষ থেকে জনসভা করার অনুমতি চাইলে কুলতলী থানা নানা অজুহাতে একাধিকবার তা বাতিল করে দিয়েছিলো, এমনই অভিযোগ এসইউসিআই এর তরফে। অবশেষে দ্বারস্থ হতে হয় হাইকোর্টে।
মহামান্য কলকাতা হাইকোর্ট সেই সভার অনুমতি দেওয়ায় রবিবার এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস ইউ সি আই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শংকর ঘোষ, সুজাতা ব্যানার্জি। এছাড়া বক্তব্য রাখেন জয়নগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর, সৌরভ মুখার্জি, কুলতলী বিধানসভার প্রাক্তন বিধায়ক জয়কৃষ্ণ হালদার, ডাক্তার নীলরতন নাইয়া, আইনজীবী বাপিন বৈদ্য, সুব্রত মন্ডল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। আদও কি পারবে তারা কুলতলিতে পুরানো শক্ত ঘাঁটি উদ্ধার করতে?