Sunday, April 20, 2025
Ad

বড়সড়ো ভাঙন বিরোধী শিবিরে, শাসক দলে যোগ একাধিক দলের দুই হাজার কর্মী সমর্থকদের।

Must read

কুলতলীতে যোগদান সভায় বড়সড় ভাঙ্গন বিরোধীদের।

নিজস্ব সংবাদদাতা, কুলতলী: দীর্ঘ ৩৪ বছর বাম শাসনকালে একবারের জন্যও কুলতলী বিধানসভা তৃণমূল ফোটাতে পারেনি ঘাসফুল। ওই সময় এসইউসিআই কমিউনিস্ট দলই বিধানসভা নির্বাচনে একাধিকবার জয় লাভ করে। রাজ্যে পালা বদলের পর দুই-দুই বার সিপিআইএম কুলতলী বিধানসভা দখল করেছিল। তবে, শাসক দল তৃণমূল কংগ্রেস ২০২১ সালে প্রথম কুলতলী বিধানসভায় জয়লাভ করে। কুলতলী বিধানসভায ১৩ টি গ্রাম পঞ্চায়েতই দখল করে তৃণমূল কংগ্রেস। শনিবার কুলতলীর গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন যোগদান সভায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লার হাত ধরে ও কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডলের উদ্যোগে বিজেপি, সিপিআইএম, এস ইউ সি আই থেকে দুই হাজারের অধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই যোগদান সভা থেকেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয় তারা। তৃণমূলে যোগ দিয়ে তারা জানান, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই তারা শাসক দলে যুক্ত হয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের নানান জনমুখী প্রকল্পে তার উপকৃত বলে জানান।

কুলতলীতে বিরোধী শিবিরে বড়সড়ো ভাঙন, এতগুলো মানুষ একত্রে তৃণমূলে যোগ দিলেন। যোগদান প্রসঙ্গে বিধায়ক গণেশ মন্ডল জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতে এমনই যোগদান। আগামী দিনে এই অঞ্চল সহ কুলতলী ব্লকে তৃণমূল কংগ্রেস আরো শক্তি বৃদ্ধি করল। এই ব্লকে বিরোধীদের অস্তিত্ব প্রায় শেষ। কুলতলী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী গতবারের থেকে আরও অনেক বেশি সংখ্যক ভোটে জয়লাভ করবে এমনই আশাবাদী বিধায়ক।

এদিনের এই যোগদান সভায় উপস্থিত হয়ে যায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, আজকে কুলতলিতে বিরোধী দল গুলির নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগ দিল। তাতে করে কুলতলী এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও তৃণমূলের মাটি আরও শক্ত হলো বলে মনে করি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article