Monday, October 20, 2025
Ad

টায়ার জ্বালিয়ে মানব বন্ধন কর্মসূচী পালন গণতান্ত্রিক মহিলা কমিটির।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

“নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো”

নিজস্ব সংবাদদাতা, কুলতলি: আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তার খুনে দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার কুলতলির জামতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করল কুলতলী ব্লক গণতান্ত্রিক মহিলা কমিটি। এদিন কয়েকশ মহিলা প্রথমে এলাকায় মিছিল সহযোগে পদযাত্রা করেন। তারপর জামতলা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যা কমরেড রমা চক্রবর্তী, কুলতলী এরিয়া কমিটির সম্পাদক উদয় মন্ডল, ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য রামচন্দ্র নস্কর সহ অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা।

“নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো” এই স্লোগানকে সামনে রেখে কমরেড রমা চক্রবর্তী বলেন, এ রাজ্যে পাঁচ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত নিরাপত্তায় নেই। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার যাদেরকে গ্রেফতার করেছেন তারা কেউ অপরাধী নয়। সুতরাং আসল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক রাজ্য সরকার। নইলে আমাদের এই প্রতিবাদ, আন্দোলন চলবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article