পুলিশের তাড়া খেয়ে গাড়ি রেখে চম্পট চালক।
লতা পুরকাইত, রায়দিঘি: ভোর রাতে ধাওয়া করে একটি নম্বর বিহীন ৪০৭ বাজেয়াপ্ত করল রায়দিঘী থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে রায়দিঘির গোরাগাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক ভোর তিনটে নাগাদ বোলের বাজার থেকে নম্বর বিহীন একটি গাড়ি প্রচন্ড গতিতে আসছিল। সন্দেহজনকভাবে কর্তব্যরত রায়দিঘী থানার এএসআই শ্যামল দাস ঝুঁকি নিয়ে প্রায় ১৪ কি.মি. পথ গাড়িটিকে ধাওয়া করে। শেষমেষ রায়দিঘি অঞ্চলের গোরাগাছি এলাকায় এসে ধরে ফেলে। তবে গাড়ি রেখে চালক সহ অন্যান্যরা পালিয়ে যায়। অবশেষে বাজেয়াপ্ত করা হয় ওই নম্বর বিহীন গাড়িটি। তবে, গাড়িটি কার এবং কেনইবা পুলিশের তাড়া খেয়ে গাড়ি রেখে পালিয়ে গেল তা এখনো পর্যন্ত জানা যায়নি। রায়দিঘি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।