ফের জলে ডুবে মৃত্যু।
বন্দনা ভট্টাচার্য, হুগলি: হুগলির গলীর কোন্নগরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালক ছাত্রের। ঘটনাটি ঘটেছে কোন্নগর নবগ্রাম এলাকার নেতাজী স্পোর্টিং ক্লাবের পাশে। মৃত দুই নাবালক নবগ্রাম বিদ্যাপিঠ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। নাম – সায়ন নাথ ও উজান ঘোষ। বয়স ১৩ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই এই বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুল ছুটির পরে পুকুরে স্নান করতে আসে।শুক্রবারও বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ১ টা নাগাদ বেরিয়ে স্থানীয় এই পুকুরে স্নান করার উদ্দেশ্যে বেশ কয়েকজন ছাত্র আসে। এর মধ্যে সায়ন ও উজানও ছিল। পাড়ে স্কুল ব্যাগ, ড্রেস, সাইকেল জুতো রেখে সায়ন ও উজান জলে নামে। এরা দুজনের কেউ সাঁতার জানতো না। কোমরে থামোর্কল বেঁধে জলে নেমেছিল। এরপরই তারা গভীর জলে তলিয়ে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধুরাই স্থানীয় লোকজনকে খবর দেয় এবং খবর দেয় কানাইপুর থানাকেও। স্থানীয় কয়েকজন যুবকের চেষ্টায় আধ ঘন্টার মধ্যেই দুজনকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য দ্রুত দুজনকে স্থানীয় কানাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, সেখানকার কতর্ব্যরত চিকিৎসক দুই ছাত্রকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নবগ্রাম বিদ্যাপিঠের শিক্ষক ও শিক্ষিকাগন। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন,এদিন ইতিহাস পরীক্ষা ছিল।পরীক্ষার পর এরা স্কুল থেকে বেরিয়ে যায়। এতটা দুরে এসে ওরা পুকুরে নামে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় হতবাক শিক্ষক শিক্ষিকাগন। স্থানীয় মানুষরা জানিয়েছেন, ছেলেগুলো প্রতিদিনই স্নান করতে আসতো। পুকুরে নামতে নিষেধ করলেও শুনতো না। স্থানীয় পঞ্চায়েত প্রধান সোমা দাস বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। পরিবারকে সান্তনা দেওয়ার ভাষা নেই। ছেলেদের এই মর্মান্তিক মৃত্যুতে বাবা – মা সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। প্রতিবেশীরাও সায়ন এবং উজানের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেনা। তাদের একটাই কথা, অকালে ঝড়ে গেলো দুটো তরতাজা প্রাণ।