জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান : ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর পুলিশ। ধৃত রকিবুল শেখ এবং সাইবুল শেখ মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুসুমগ্রাম পেট্রোল পাম্পের কাছে ডাকাতের উদ্দেশ্যে ঘোরাঘুরি করার সময় তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে লাঠি ধরি ভোজালি সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, মাসখানেক আগে বর্ধমান নবদ্বীপ রাস্তায় বন্ধুপুর মোড়ের কাছে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকার দলের পিছু ধাওয়া করে, কয়েকজনকে ধরেছিল পুলিশ, বাকিরা পালিয়ে যায়। তার পর মন্তেশ্বর থানার পুলিশের তদন্তে রকিবুল শেখ, সাইবুলের নাম ওঠে আসে। শুক্রবার রাতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বন্ধুপুরের ডাকাতির ঘটনাতে ধৃতরা জড়িত ছিল বলে প্রাথমিক জেরায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার ধৃতদের কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।