Thursday, April 17, 2025
Ad

বার্ধক্য ভাতা পাচ্ছেনা প্রাপকরা, অভিযোগ স্বীকার ব্লক আধিকারিকের।

Must read

বিরোধী করার অপরাধে পাচ্ছে না বার্ধক্য ভাতা।

নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর: মথুরাপুর ২নং ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়দানগরের বাসিন্দা অর্জুন বৈরাগী, পুনেল বৈদ্য ,লক্ষী বৈরাগী সহ বহু প্রাপকরা একাধিকবার দরখাস্ত জমা দেওয়ার পরেও পাচ্ছে না বার্ধক্য ভাতা। অভিযোগ, তারা বিজেপি করায় পাচ্ছেনা বার্ধক্য ভাতা। তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও পায়নি বার্ধক্য ভাতা। লিস্টে নাম আছে তবুও পাচ্ছেনা বার্ধক্য ভাতা। এক প্রাপক বৃদ্ধার দাবি, তিনি অসহায় হয়ে পড়েছেন। পারছেনা ডাক্তার দেখাতে, তাই বারবার জমা দিয়েছে দরখাস্ত। তবুও মিলছেনা বার্ধক্য ভাতা।

অন্যদিকে মথুরাপুর দু নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন তাদের অভিযোগ স্বীকার করে নিয়ে জানান, বেশ কিছু প্রাপকের লিস্টে নাম আছে কিন্তু তারা এখনও ভাতা পাচ্ছে না। যারা এপ্লিকেশন করেছিল তাদের জয় বাংলা পোর্টালে নাম আছে, তাদের নামও এন্টি আছে। স্টেট থেকে ফান্ড ছাড়া হচ্ছে, যদি তাদের নাম এন্টি থাকে তাদের ফান্ড ঢুকে যাবে অতি শীঘ্রই।

বুধবার মথুরাপুর দু’নম্বর ব্লক প্রাঙ্গণে জড়ো হয় বেশ কিছু বার্ধক্য ভাতা প্রাপকরা।প্রাপকদের অভিযোগ ছিল বিজেপি করায় বার্ধক্য ভাতা পাচ্ছে না তারা। প্রাপকদের এই অভিযোগ অস্বীকার করেন ব্লক আধিকারিক। তিনি বলেন, এটা কোন পলিটিকাল ইস্যু নয়, আমার কাছে এবং দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলো দরখাস্ত জমা পড়েছে আমরা পুরোটাই পোর্টালে এন্ট্রি করে দিয়েছি। তিনি আশা করছেন প্রাপকরা তাদের প্রাপ্য পেয়ে যাবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article