Monday, October 20, 2025
Ad

কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকছেন কোন সাংসদেরা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি।

মোদির মন্ত্রিসভা।

 প্রধানমন্ত্রী : নরেন্দ্র মোদী

ভারতের রাষ্ট্রপতি শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। অধিকন্তু, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, রাষ্ট্রপতি নিম্নোক্ত ব্যক্তিদের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

ক্যাবিনেট মন্ত্রী।
 1. রাজনাথ সিং
 2. অমিত শাহ
 3. নিতিন গড়করি
 4. জেপি নাড্ডা
 5. শিবরাজ সিং চৌহান
 6. নির্মলা সীতারামন
 7. এস জয়শঙ্কর
 8. মনোহর লাল খট্টর
 9. এইচডি কুমারস্বামী
 10. পীযূষ গয়াল
 11. ধর্মেন্দ্র প্রধান
 12. জিতন রাম মাঞ্জি
 13. রাজীব রঞ্জন সিং
 14. সর্বানন্দ সোনোয়াল
 15. ডঃ বীরেন্দ্র কুমার
 16. কে. রমা মোহন নাইডু
 17. প্রহ্লাদ জোশী
 18. জুয়েল ওরাম
 19. গিরিরাজ সিং
 20. অশ্বিনী বৈষ্ণব
 21. জ্যোতিয়াদিত্য সিন্ধিয়া
 22. ভূপেন্দ্র যাদব
 23. গজেন্দ্র সিং শেখাওয়াত
 24. অন্নপূর্ণা দেবী
 25. কিরেন রিজিজু
 26. হরদীপ এস. পুরী
 27. ডঃ মনসুখ মান্ডাভিয়া
 28. জি কিষাণ রেড্ডি
 29. চিরাগ পাসওয়ান
 30. সি আর পাতিল
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
 1. রাও ইন্দ্রজিৎ সিং
 2. ডাঃ জিতেন্দ্র সিং
 3. অর্জুন রাম মেঘওয়াল
 4. প্রতাপ রাও যাদব
 5. জয়ন্ত চৌধুরী
প্রতিমন্ত্রী।
 1. জিতিন প্রসাদ
 2. শ্রীপাদ নায়েক
 3. পঙ্কজ চৌধুরী
 4. কৃষ্ণ পাল গুর্জর
 5. রামদাস আঠাবলে
 6. রামনাথ ঠাকুর
 7. নিত্যানন্দ রায়
 8. অনুপ্রিয়া প্যাটেল
 9. ভি. সোমান্না
 10. কে. চন্দ্রশেখর
 11. এসপি সিং বাঘেল
 12. শোভা করন্দজলে
 13. কীর্তি বর্ধন সিং
 14. বি.এল. ভার্মা
 15. শান্তনু ঠাকুর
 16. সুরেশ গোপী
 17. এল. মুরুগান
 18. অজয় তমতা
 19. বন্দী সঞ্জয় কুমার
 20. কমলেশ পাসোয়ান
 21. ভগীরথ চৌধুরী
 22. সতীশ চন্দ্র দুবে
 23. সঞ্জয় শেঠ
 24. রবনীত সিং বিট্টু
 25. দুর্গাদাস উইকে
 26. রক্ষা খাদসে
 27. সুকান্ত মজুমদার
 28. সাবিত্রী ঠাকুর
 29. তোখান সাহু
 30. ডাঃ রাজভূষণ চৌধুরী
 31. ভূপতি রাজ শ্রীনিবাস ভার্মা
 32. ডঃ হর্ষ মালহোত্রা
 33. নিমুবেন বামহানিয়া
 34. মুরলীধর মহল
 35. জর্জ কুরিয়ান
 36. পবিত্র মার্গেরিটা
 আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের উপরোক্ত সদস্যদের অফিস ও গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article