Tuesday, September 2, 2025
Ad

শিক্ষা, সংবিধান, ও দেশ বাঁচানোর দাবীতে জাঠা উপলক্ষে এস এফ আইএর মিছিল।

Must read

বন্দনা ভট্টাচার্য, হুগলি : শুক্রবার বিকালে সিঙ্গুরে একটি মিছিলের আয়োজন করা হয়। আগামী ২রা সেপ্টেম্বর এস এফ আই এর সর্বভারতীয় জাঠা উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির ডাকে কলেজ স্ট্রিটের ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সফল করতেই এই মিছিল সংগঠিত হয়। সিঙ্গুর স্টেশন থেকে মিছিল শুরু হয় এবং শেষ হয় সিঙ্গুর সাত মন্দির তলা।

মিছিলে উপস্থিত ছিলেন এস এফ আই রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তৃণমূল কংগ্র‍েসের দুর্নীতির প্রশঙ্গ তুলে বলেন গরু পাচার, কয়লা পাচার, চাকরি নিয়ে দুর্নীতি এই সবের মধ‍্যে আরও অনেকে জড়িত আছে। অনুব্রত মন্ডলের সাথে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, এনামূল হক, সবাই মিলে মিশেই দুর্নীতি করেছে।

ভিডিওটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

যদি নিরপেক্ষ ভাবে তদন্ত হয় তাহলে একে একে সবাই ধরা পরবে। এমনটাই মনে করছেন রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article