উন্নয়নের ক্ষেত্রে আমাদের গ্যারান্টি : অভিষেক বন্দোপাধ্যায়।
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তার পর সপ্তম দফা অর্থাৎ ১লা জুন শেষ দফা নির্বাচন, তারই আগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় মঙ্গলবার ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে রোড শো করলেন। এদিন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় এই রোড শো শুরু হয় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে কামার পোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত। অভিষেক বন্দোপাধ্যায় এরসমর্থনে এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ, রাজ্য প্রাথমিক শিক্ষক নেতা মইদুল ইসলাম, জেলার মহিলা সভানেত্রী মনমোহিনি নিশ্বাস, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, যুব সভাপতি গৌতম অধিকারী, ২নং নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন, পৌ: চেয়ারম্যান প্রণব কুমার দাস, টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ অন্যান্যরা।
এদিনের এই সু বিশাল রোড শোতে পা মেলায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন অভিষেক বন্দোপাধ্যায় কে দেখার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যখনই মানুষ পেয়েছে ভয়, ঘরের ছেলে গিয়ে পাশে দাঁড়িয়েছে, বহিরাগতরা নয়। ডায়মণ্ড হারবারের মানুষ কোনোদিন বহিরাগত বাংলা বিরোধীদের সামনে মাথা নত করেনি, করবে না। স্বৈরাচারী শক্তির সামনে বশ্যতা স্বীকার করা আমাদের রক্তে নেই। আমরা নয় লড়বো এবং জিতবো, নয় মৃত্যু বরণ করবো। আজকের ডায়মণ্ড হারবার বিধানসভার কামারপোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত রোড শো’তে যে জনসমুদ্র চাক্ষুষ করলাম, তাতে আমি নিশ্চিত পুনরায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। আজকের রোড’শো যেন আগামী বিজয় উৎসবেরই মহড়া।