Friday, August 29, 2025
Ad

উচ্চ মাধ‍্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা।

Must read

বন্দনা ভট্টাচার্য, হুগলি: প্রাচীনকাল থেকে একটি প্রবাদবাক‍্য আছে “রাজা নিজের দেশে সম্মান পান, আর বিদ্বান সর্বত্র সম্মান পান”, সমাজকে উন্নত করতে পারিবারিক এবং সামাজিক শিক্ষার পাশাপাশি পুঁথিগত শিক্ষার প্রয়োজনীয়তা আবশ‍্যিক। বাবা, মার পর শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্য একজন শিক্ষক বা শিক্ষিকার অবদান অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীদের ভালো ফলাফলে অভিভাবকদের সাথে শিক্ষক শিক্ষিকারাও অত‍্যন্ত আনন্দিত হন। শিক্ষক, শিক্ষিকাগন হলেন মানুষ গড়ার কারিগর। এমনই আদর্শ একজন শিক্ষক হুগলীর রিষড়ার জিতেন্দ্র যাদব। জিৎ এডুকেশন প্রাইভেট লিমিটেডের কর্ণধার। যিনি ছাত্রছাত্রীদের কাছে খুব প্রিয় জিৎ স‍্যার। বুধবার উচ্চ মাধ‍্যমিকের ফল প্রকাশ হয়েছে। জিতেন্দ্র যাদবের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৬ জন ছাত্রছাত্রী ৯৫ শতাংশ নাম্বার পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। ভালো রেজাল্টে খুশির হাওয়া অভিভাবকদের মধ‍্যেও। এত ভালো ফলাফল, কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে এক ছাত্রী বলেন, এত ভালো রেজাল্টের সম্পূর্ন কৃতিত্ব জিৎ স‍্যারের। ছাত্রছাত্রীরা ৯৫ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ন হয়েছেন, এর মধ‍্যে ৮০ শতাংশ পরিশ্রম স‍্যার করেছেন বাকি পরিশ্রম ছাত্রছাত্রীদের। জিৎ স‍্যার ছিলেন তাদের পথপ্রদর্শক।

শিক্ষক জিতেন্দ্র যাদবও এই ফলাফলে আপ্লুত। প্রত‍্যেক কৃতি ছাত্রছাত্রীকে এদিন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এই বিষয়ে জিতেন্দ্র যাদব সংবাদ মাধ‍্যমকে জানালেন, এবার ছাত্রছাত্রীরা খুব ভালো ফল করেছে। খুবই ভালো লাগছে। এগারো বছর আগে এই শিক্ষাপ্রতিষ্ঠান তৈরী করা হয়েছে। শুধু মাত্র বানিজ‍্য বিভাগের ছাত্রছাত্রীদেরই পড়ানো হয়। প্রতিবছরই প্রতিষ্ঠানে ভালো ফলাফল করে। যারা পরীক্ষা দিয়েছিল, সকলেই ভালো ফল করেছে। প্রত‍্যেকে পরিশ্রম করেছে। যদি কোনো ছাত্রছাত্রী সঠিক ভাবে লেখা পড়া করে, তাহলে তাদের পরীক্ষা ফল ভালো হবেই। প্রত‍্যেক ছাত্রছাত্রীদের উদ্দ‍্যেশ‍্যে জিতেন্দ্র যাদব জানিয়েছেন, পরিশ্রমের কোনো বিকল্প হয়না।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article