Monday, October 20, 2025
Ad

“দুয়ারে দুয়ারে তৃণমূল” সূচনা কুলপি তে।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

লতা পুরকাইত, কুলপি: লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি “দুয়ারে দুয়ারে তৃণমূল”। শুক্রবার বিকেলে কুলপির পথের সাথী তে এই কর্মসূচির শুভ সূচনা হয়। এদিন ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের এই কর্মসূচির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

“দুয়ারে দুয়ারে তৃণমূল” কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, যুব সভাপতি শামসুর আলম মীর ও কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বর্গ। বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটি বাড়িতে যাওয়া, এবং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বিরোধীদের কুৎসা অপপ্রচার সম্পর্কে মানুষকে অবগত করানো। এবং তৃণমূল সরকারের উন্নয়ন নিয়ে কথা বলা, কেউ কোন প্রকল্প থেকে বঞ্চিত কিনা ইত্যাদি তথ্য সংগ্রহ করা মূল লক্ষ্য।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article