Friday, April 18, 2025
Ad

লকেট বিজেপিতে আছে কেন, তৃণমূলে চলে আসুক। “ও একটা দুক্কি মাল” : অসিত মজুমদার।

Must read

আগামী বিধানসভা নির্বাচনে অসিত মজুমদার টিকিট পাবেননা : লকেট চ‍্যাটার্জী।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: হুগলী লোকসভায় দুই অভিনেত্রী দুই রাজনৈতিক দলের হয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজেপির প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূলের প্রার্থী রচনা বন্দ‍্যোপাধ‍্যায়। দুজনে এক সময় সহ অভিনেত্রী ও ভালো বন্ধু ছিলেন। হুগলীতে এই নির্বাচনী লড়াই জমে উঠেছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে একে অপরের বিরুদ্ধে । রচনা ব‍্যানার্জীর হয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই অসিত মজুমদারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
বুধবার হুগলীর সাংগঠনিক জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন লকেট। এই সম্মেলনে তিনি, বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ করেন। এদিন লকেট বলেন, দেবরাজ পাল নামে একজন কুখ‍‍্যাত দুষ্কৃতি যার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এমনকি সন্ত্রাসের কারণে দেবরাজের জেল পযর্ন্ত হয়েছে। সেই সন্ত্রাসবাদী মাফিয়াকে নিয়ে রচনার হয়ে প্রচারে যাচ্ছেন অসিতবাবু। সমাজ বিরোধীদের সাথে যার ওঠা বসা, সেই অসিত মজুমদারের মুখে সন্ত্রাস দমনের কথা মানায় না। অসিত মজুমদার সকাল থেকে রাত পযর্ন্ত লকেটের স্বপ্ন দেখেন। এবং রামনামের পরিবর্তে লকেটের নাম গান করে নিজের নাম কামাতে চান। এদিন লকেট অসিত মজুমদারের চারিত্রিক দোষ ত্রুটির কথাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন। সমাজবিরোধীদের সাথে নিয়ে ভোটারদের ভয় দেখিয়ে কোন লাভ হবেনা। তৃণমূল মানেই দুর্নীতি। অসিতবাবু নিজেই প্রোমোটারদের থেকে টাকা নেয়।আগামী নির্বাচনে হুগলীর মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আবারও পার্লামেন্টে পাঠাবে বলে আত্মবিশ্বাস বিজেপি প্রার্থী লকেটের। সমাজবিরোধীদের নিয়ে নির্বাচনী প্রচারে যাওয়ার কারণে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা।

অপর দিকে এদিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়ে লকেটের বিরুদ্ধে সমাজ বিরোধীদের মদত দিয়ে হুগলী লোকসভাকে অশান্ত করার অভিযোগ করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বুধবার চুঁচুড়ায় নিজের দলীয় কার্যালয়ে অসিতবাবু সাংবাদিক সম্মেলন করে বলেন, তৃণমূল কংগ্রেস ঐক‍্যবদ্ধ দল। এই দলের কেউ অন‍্যায় করলে তার শাস্তি অনিবার্য। যারা অন‍্যায় করেছে তারা জেলে রয়েছে। দেবরাজ যখন অন‍্যায় করেছে তখন আইনগত ভাবে শাস্তি পেয়েছে। কিন্তু দেবরাজ তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি লকেটের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, লালা নামে এক জন দুষ্কৃতি, যার নামে খুন, বেআইনি ভাবে মদ, গাঁজা, আফিমের ব‍্যবসা সহ একাধিক সন্ত্রাসের অভিযোগ রয়েছে। এবং এই কারণে সাত থেকে আট বছর জেল খেটেছে লালা। সেই লালাকে ব‍্যান্ডেলে ফেরানোর জন‍্য সোমবার লকেট ব‍্যান্ডেল থানায় ডেপুটেশন দিয়েছেন। সেই সময় লকেটের সাথে লালার মা এবং ভাই ছিল। এই সমাজ বিরোধীদের মদত দিয়ে নির্বাচনে এদের কাজে লাগাতে চাইছে বিজেপি তথা লকেট। এবং হুগলীকে অশান্ত করতে চাইছে। এই কারণে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব‍্যানার্জী নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। এদিন অসিতবাবু বলেন লকেট কতটা সতি সাবিত্রী তার প্রমাণ রয়েছে। কিন্তু যেহেতু তিনি মহিলা তাই অসিতবাবু সংবাদিকদের সেই প্রমান দেননি। তবে বলেছেন, প্রয়োজন পরলে সব প্রমাণ করে দেবেন।

২০২১ শে বিধান সভা নির্বাচনে লকেটকে বাইশ হাজার ভোটে হারিয়েছিলেন অসিতবাবু। বর্তমানে লকেটেরর ডানদিকে বামদিকে যারা রয়েছে তারাই ২০২১ শের বিধানসভা নির্বাচনে লকেটকে হারাতে অসিত মজুমদারের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছে বলেও এদিন দাবী করেছেন অসিত মজুমদার। তৃণমূল দল করে দেবরাজ। তাই দেবরাজের সাথে তিনি যোগাযোগ রাখবেন। চুঁচুড়ায় পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল এগিয়ে থাকবে এটা বুঝেছে লকেট। তাই পাগল হয়ে গিয়ে অসিতবাবুর দিকে বার বার আঙ্গুল তুলছে। যদি লকেট অসিতবাবুর বিরুদ্ধে প্রমোটারের থেকে টাকা নেওয়া থেকে চারিত্রিক দোষের প্রমান দিতে পারেন, তাহলে অসিত মজুমদার রাজনীতি ছেড়ে দেবেন। তিনি বলেন, আগামী ষোলো তারিখ এক থেকে তিরিশ পর্যন্ত সব ওয়ার্ডে এক সাথে প্রচার করবেন রচনা। সেই দিন লকেটের বিরুদ্ধে অনেক তথ‍্য সামনে আনবেন। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের আশির্বাদ নিয়ে ভোটে জিতে পার্লামেন্টে যাচ্ছেন রচনা, বলেও আশাবাদী বিধায়ক অসিত মজুমদার। একজন বিদায়ী সাংসদ অন‍্যজন বিধায়ক। একে অপরকে ব‍্যক্তিগত আক্রমণ, সাধারণ মানুষের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article