Monday, October 20, 2025
Ad

“এবারের নির্বাচনে উনি বোল্ড আউট” কল‍্যান বন্দ‍্যোপাধ‍্যায়কে কটাক্ষ ব‍্যারিষ্টার কবীর শংকর বোসের।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

সংবাদ মাধ‍্যমের মুখোমুখি শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন সুপ্রীম কোর্টের ব‍্যারিষ্টার কবীর শঙ্কর বসু। নাম ঘোষনার পর মঙ্গলবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। এদিন তিনি সংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব যে দায়ীত্ব দিয়েছেন, সেই দায়ীত্ব তিনি সর্বত ভাবে পালন করবেন। আগামী দিনে বিপুল ভোটে জিতে শ্রীরামপুর লোকসভার আসনটি নরেন্দ্র মোদীকে দেওয়া হবে। তৃণমূল প্রার্থী তথা তিন বারের সাংসদ কল‍্যান ব‍্যানার্জী সম্মন্ধে বলেন, উনি অনেক কিছুই বলেন, উপরাষ্ট্রপতিকে নকল করেন। যা ইচ্ছে বলা ওনার পক্ষে স্বাভাবিক। উনি ওনার আসনটা নিয়ে ভীত। যদি আসন চ‍্যুত হয়ে যান। তবে যাই বলুন না কেনো, নিজের বাক্স গুছিয়ে রাখুন, এখান থেকে বিদায় নেওয়ার জন‍্য। দোলের দিন প্রচারে বেড়িয়ে কল‍্যান ব‍্যানার্জী বলেছিলেন, এবারের নির্বাচনে বাউন্ডারি করবেন। সেই কথার পরিপ্রেক্ষিতে কবীর শঙ্কর বলেন, উনি হ‍্যাট্রিক করুন আর বাউন্ডারি পার করুন, আসলে উনি এবার নিশ্চিত ভাবে বোল্ড আউট হচ্ছেন।

বিজেপি করোনার সময়, বিধানসভা নির্বাচনের পরে যে ভাবে মানুষের জন‍্য কাজ করেছে, সেটা সবারই অবগত। আগামী দিনে ভোট বাক্সে মানুষই তার জবাব দেবে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হবে। তার ফলাফল বিজেপির পক্ষেই যাবে বলেও জানান তিনি। সন্দেশখালির ঘটনা থেকে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীর দুর্নীতি নিয়েও তীব্র আক্রমণ করে বলেন, এরা মহিলাদের সম্মান করতে জানেনা। সন্দশখালি তার সব থেকে বড় প্রমাণ। গরিবের চাল চুরি, চাকরি চুরি, দুর্নীতি, সব কিছুই মানুষ দেখেছে। তৃণমূল পার্টি আইন, শ্রঙ্খলা মানেনা। সংবিধানের বিরুদ্ধে। বিজেপি পিসি ভাইপোর দল না। রাষ্ট্রীয় দল। আগামী দিনে মানুষের সমর্থনে শ্রীরামপুর লোকসভা বিজেপির দখলে যাবে বলে আশাবাদী কবীর শঙ্কর বসু।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article