নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর: সর্বধর্ম মানুষ ঐক্যবদ্ধ হয়ে চলুক, সম্প্রীতির বন্ধন অটুট থাকুক, সারা বাংলার মানুষ শান্তিতে থাকুক, এভাবেই প্রার্থনা করে ইফতার মাহফিল শুরু হলো মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে। মঙ্গলবার মথুরাপুর লোকসভার তৃণমূলের প্রার্থী বাপি হালদারের উদ্যোগে রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়। রমজানের পবিত্র মাসটিতে সকলের সুস্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে বাপি হালদার। এদিন মথুরাপুর, লালপুর, কৃষ্ণচন্দ্রপুর, দেবিপুর লালুয়া এলাকা থেকে প্রায় ৩ হাজার মানুষ ইফতার মাহফিলে শামিল হয়েছিলেন। ইফতারের আয়োজন করেন মথুরাপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী বাপি হালদার। আজ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডক্টর অলক জলদাতা, মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার সহ ব্লক সভাপতি ও বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ।
রমজান মাসে মথুরাপুরে সুবিশাল ইফতার মাহফিলের আয়োজন তৃণমূল কংগ্রেসের।

- Advertisement -