বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতি ৬০ কিমি পর্যন্ত হতে পারে।
নিজস্ব সংবাদদাতা, আলিপুর: দক্ষিনবঙ্গের আট জেলায় কালবৈশাখীর পূর্বাভাষ দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। এদিন সন্ধ্যের মধ্যেই দক্ষিনবঙ্গের হাওড়া ও হুগলী সহ দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৬০ কিমি পযর্ন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করা হচ্ছে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, দুটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। একটি উড়িষ্যা থেকে সিকিম পর্যন্ত অপরটি মারাঠাওয়ার থেকে কর্ণটক পর্যন্ত। এর প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত। শনিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। ফলে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই তাপমাত্রা আরও কিছুটা কমবে বলেও জানা গেছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পার্বত্য এলাকা, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে।