Sunday, April 20, 2025
Ad

নির্বাচনের দিন ঘোষনার সাথে সাথে চালু আদর্শ আচরণবিধি।

Must read

নির্বাচনে সকলকে নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: ১৮তম লোকসভা নির্বাচনের দিন ঘোষনা করা হল নির্বাচন কমিশনের তরফে। দিল্লিতে শনিবার সাংবাদিক সম্মেলন করে ভোটের দিন ঘোষনা করেন মূখ‍্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িষা, সিকিম, অন্ধ্রপদেশ ও অরুনাচল প্রদেশ এই চার রাজ‍্যে বিধানসভা নির্বাচন এবং ২৬টি বিধানসভার উপনির্বাচনও হবে। প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল, দিত্বীয় দফার ভোট ২৬ শে এপ্রিল, তৃতীয় দফার ভোট ৭ই মে, পঞ্চম দফার ভোট ২০ মে, ষষ্ঠ দফার ভোট ২৫ শে মে, সপ্তম দফার ভোট ১ জুন।
লোকসভার ফলাফল ঘোষনা হবে ৪ই জুন।

রাজীব কুমার জানিয়েছেন, নির্বাচনের দিন ঘোষনার সাথে সাথে চালু হল আদর্শ আচরণবিধি। সব রাজনৈতিক দলকে সমচোখে দেখে স্বচ্ছতার সাথে সম্পূর্ণ উঁচু তলা থেকে নীচু তলার সকল আধিকারিকদের নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। ভোটারদের উপর যাতে কোন হুমকির প্রভাব না পড়ে, সকলেই যাতে স্বইচ্ছায় ভোট দিতে পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবারে অনেক জায়গাতে নির্বাচনের আগেই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ভুয়ো এবং ছাপ্পা ভোট রুখতে হবে। ভোটারদের অভিযোগ গুরুত্বসহকারে শুনতে হবে। ভুয়া খবর ছড়ানোর ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article