Saturday, April 19, 2025
Ad

লোকসভার প্রার্থীর তালিকা ঘোষণা SUCI র।

Must read

এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির দেওয়াল লিখন শুরু মথুরাপুরে। SUCI (comunist)

নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এস ইউ সি আই দলের পক্ষ থেকে রাজ্যজুড়ে ৪২ টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা হয়। তখনই জানা যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন বিশ্বনাথ সরদার। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে মথুরাপুর রেল স্টেশন সংলঙ্গ এলাকায় শুক্রবার থেকে দেওয়াল লিখন শুরু করে দেন এসইউসিআই  দলের প্রার্থী এবং কর্মীরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী বিশ্বনাথ সরদার জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সুন্দরবনবাসীর জীবন জীবিকা বাঁচানোর দাবিতে জনসাধারণকে নির্বাচনে এগিয়ে আসার আহ্বান জানাই। আরও বলেন, রেলপথ জয়নগর থেকে রামগঙ্গা ভায়া রায়দিঘী মথুরাপুর লোকসভায় দীর্ঘদিনের জনসাধারণের ন্যায্য দাবি। তাছাড়া রাজ্যে শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article