৩ লাখ ভোটে জিতবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। The program of Trinamool is following tradition.
নিজস্ব সংবাদদাতা, মথুরাপুর: লোকসভা ভোটের প্রচারে এবার তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার শুরু আজ থেকে। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী-সহ তৃণমূল নেতৃত্বরা। ১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার। আবাসে ঘর পাওয়ার অধিকার। অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না। এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে প্রার্থী সহ তৃণমূল নেতৃত্বরা। মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেক বিধানসভায় প্রচারে যাবেন লোকসভার প্রার্থী বাপি হালদার। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর, মঙ্গলবার কুলপীর পথের সাথী তে বিধায়ক যোগরঞ্জন হালদারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় নির্বাচনী বৈঠক।
লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী যুব নেতা বাপি হালদারের সমর্থনে সাংসদ শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বিধায়ক গণ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারের শুরুতে তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্লক ও শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে এই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানান প্রার্থী বাপি হালদার।

বুধবার সকাল থেকে মানুষের সাথে জনসংযোগ এবং তৃণমূলের ঐতিহ্য তুলে ধরেন ভোট প্রচারে। এদিন প্রায় ১ হাজার তৃণমূল কর্মীকে নিয়ে প্রায় ৩ কিলোমিটার পথসভা করেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার।মথুরাপুরের বাপুলি বাজার থেকে শুরু করে মিছিল শেষ হয় দেওয়ানহাটে। এই পথসভায় ব্লক নেতৃত্ব সহ অংশ নিয়েছিলেন প্রায় ১ হাজার তৃণমূল কর্মীরা। শেষে মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার ৩ লাখ ভোটে জিতবে বলে জানায় মথুরাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার।