জ্যোতির্ময় ভৌমিক, আসাম: বঙাইগাঁও জেলার নিউবঙাইগাঁও ওয়েস্ট কলোনীর বাসিন্দা জগনাথ দাসের একমাত্র কন্যা আরতি কুমারী তথা স্কুল ছাত্রী আরতী কুমারী গত পাঁচ তারিখ রহস্যজনক ভাবে নিখোঁজ বাড়ি থেকে। এরপর গত আট তারিখ সকালে তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ী থেকে কিছু দূর নিউবঙাইগাঁও এর রেলমারকেট এলাকা থেকে। তারপর এই ঘটনা প্রকাশ্যে আসতেই সর্বতই ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। গত পাঁচ তারিখ নিখোঁজ হওয়ার পর তার অভিভাবক পিতা জগতনাথ দাস দ্বিতীয় দিন ছয় তারিখ বহু খোঁজাখুঁজির পর বঙাইগাঁও পুলিশ থানায় একটি মিসিং ডাইরি করেন এবং সরফরাজ হুসেইন নামের এক যুবকের কথা উল্লেখ করেন। কিন্তু গত ৮ তারিখ সকালে অর্ধনগ্ন ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এরপর হাজার হাজার প্রতিবাদী জনতার চাপে এবং মহিলাসমিতি, বজ্রংদল সংগঠনের চাপে পড়ে বঙাইগাঁও পুলিশ সুপার মোহনলাল মিনা ঘটনাস্থলে এসে বলেন এই ঘটনার সঙ্গে জড়িত সরফরাজ হুসেইনকে আটক করা হয়েছে। তদন্তর পর জানা যাবে আরও কেউ জড়িত আছে কি না। কাউকেই রেহাই দেওয়া হবে না। ফার্স্ট ট্রাক কোর্টে চলবে বিচার প্রক্রিয়া। আগামী মঙ্গলবার চলে আসবে ময়নাতদন্তের রিপোর্ট। প্রতিবাদী জনতাদের ধর্য রাখতে বলেন। অশ্রুসিক্ত নয়নে আজ নিউবঙাইগাঁও স্বসানে তার শেষকৃত্য সম্পন্য হয়। রবিবার জেলার বিভিন্ন প্রান্তে বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে তাকে জানানো হয় শ্রদ্ধাঞ্জলি।
বঙাইগাঁওয়ে স্কুল ছাত্রীর হত্যা কান্ডের বিচার হবে ফ্রাস্ট ট্রাক কোর্টে : পুলিশ সুপার।

- Advertisement -