Friday, April 18, 2025
Ad

রাজ্যের নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা নির্বাচন কমিশনের।

Must read

আগাম সতর্কতামুলক প্রস্তুতি মুখ্য নির্বাচনী অফিসে। State Election Preparation Review Election Commission.

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগাম সতর্কতামুলক প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের সদস‍্যদের সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করা হয়েছিল কোলকাতার গ‍্যান্ড ওবেরয়ে। কয়েকটি দফায় এই আলোচনা সম্পন্ন হয়। এই সভা উপলক্ষ্যে গত রবিবার কমিশনের পনেরো সদস‍্যের একটি দল তিন দিনের সফরে কোলকাতায় আসে। সদস‍্যদের মধ‍্যে ছিলেন, নির্বাচন কমিশনার অরুন গোয়েল, ডেপুটি নির্বাচন কমিশনার ধর্ভেন্দ্র শর্মা, নীতেশ ব‍্যাস, অজয় ভাদু, ডিরেক্টর জেনারেল নীতা ভার্মা, প্রিন্সিপাল সেক্রেটারি এন এন বুটোলিয়া, উপদেষ্টা সাধনা রাউত, ভিডিও এডিটর রঞ্জিত শ্রীবাস্তব সহ বিশিষ্ট আরও কয়েকজন আধিকারিক।

গত সোমবার গ্র‍্যান্ড ওবেরয়ে প্রথমে রাজ‍্যের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, এবং পরে আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি, বহুজন সমাজ পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস পার্টি, ন‍্যাশনাল পিপলস পার্টি, তৃণমূল কংগ্রেস পার্টি ও ফরোয়ার্ড ব্লক। এই আটটি রাজনৈতিক দলের সাথে পৃথক ভাবে আলোচনা করে নির্বাচন কমিশনের সদস‍্যরা। এদিনই পরের দফায় আলোচনা সভাটি হয় রাজ‍্য পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে। সভায় উপস্থিত ছিলেন রাজ‍্য পুলিশের নোডাল অফিসার, সিপি, এসপি, বিভাগীয় কমিশনার, ২৪ এর জেলা নির্বাচন আধিকারিক, সিইও দপ্তরের আধিকারিকদের সাথে। ২০২৪ এর লোক সভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, কোনো অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই দিকে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে, হিংসাত্মক ঘটনা ঘটলে সহনশীলতার সাথে নিরপেক্ষ ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যে বা যারা নির্বাচনকে ঘিরে হিংসা ছড়াবে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেনো নিরপেক্ষ ভাবে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব‍্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের এই তিনটি পর্যায়ে নজর রাখা, সঠিক ভোটার তালিকা তৈরি করা, ভোটাররা যাতে সুস্থ পরিবেশে নিশ্চিতে, নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোন রাজনৈতিক দল ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত না করে এই সব দিকে নজর রাখার জন‍্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।

শেষ বৈঠক হয় মঙ্গলবার নির্বাচন কমিশনের সাথে কাষ্টমস্, পরিবহন, আয়কর, ডাক, বিমান, বি এসএফ, এন সি বি, এস জি এস টি, আর পি এফ, রাজ‍্য পুলিশ ইত‍্যাদি জরুরী এবং আইন প্রণয়নকারী বিভাগের আধিকারিকদের সাথে। কমিশন এই সমস্ত বিভাগকে একত্রিত হয়ে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে। নির্বাচনের দিন ঘোষনার পরই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথাও জানানো হয়েছে কমিশনের তরফে। বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে তিনদিনের আলোচনা সভায় নেওয়া সিদ্ধান্ত সংক্ষিপ্ত ভাবে সংবাদ মাধ‍্যমকে জানানো হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article