Friday, April 18, 2025
Ad

ইস্তফা দিয়ে রাজনীতিতে নামতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Must read

তমলুক লোকসভায় প্রার্থী হতে পারে বিচারপতি গঙ্গোপাধ্যায়।  justice Gangopadhyay

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যোগ দিতে পারেন বিজেপিতে, জল্পনা তুঙ্গে। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে জনপ্রিয়তা অর্জনকারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, এরপর বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন বলেও রবিবার জানান তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব।’ তিনি আরও জানান, সোমবার বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে তাঁর শেষ দিন। সেদিন তিনি কোন বিষয়ে বিচারের কাজ করবেন না। শুধু কিছু মামলা আছে যেগুলি অর্ধেক শুনানি হয়ে রয়েছে সেগুলি আমার তালিকার বাইরে করে দেবো। এরপর মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানাবেন এবং রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে পদত্যাগপত্র পাঠাবেন বলে জানান তিনি।

এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করতে চলেছেন এমন জল্পনা তুঙ্গে উঠেছে রাজনীতির ময়দানে। এপ্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাফ জবাব, মঙ্গলবার রাষ্ট্রপতিকে নিজের পদত্যাগ পত্র পাঠানোর পর সমস্ত প্রশ্নের জবাব দেবেন তিনি। দুপুর দেড়টার সময় কলকাতা হাইকোর্ট সংলগ্ন মাস্টারদা সূর্য সেন মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে তাঁকে নিয়ে চলতে থাকা সমস্ত জল্পনার উত্তর দেবেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৬ মার্চ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভামঞ্চ থেকেই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। এমনকি, নির্বাচনে তমলুক থেকেই তিনি প্রার্থী হচ্ছেন বলেও চলছে জোর জল্পনা।

এ বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তাঁরা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করে দেখবো।’ কিন্তু, কেন হটাৎ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? এর উত্তরে তিনি বলেন, ‘বর্তমান শাসকদলের অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে যে আহ্বান তাঁরা জানিয়েছেন, সেই আহ্বান আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি এর জন্য শাসকদলকে অভিনন্দন জানাতে চাই।’ উল্লেখ্য, আগামী অগস্ট মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের কথা ছিল। তার আগেই রবিবার তিনি জানিয়ে দিলেন, সময়ের আগেই তিনি পদ ছেড়ে দিচ্ছেন। বিচারপতির দায়িত্ব ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে পা রাখতেই নিতে চলেছেন বলেই এই পদক্ষেপ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article