অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে বিধায়ক। (There was a terrible fire in the sweet shop)
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার কাশিনগর বাজারে সোমবার রাত ৯টা নাগাদ একটু মিষ্টি দোকানে ভয়াবহ আগুন লাগে। জানাগেছে মিস্টি দোকানে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লাগে। রাত ১০টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতীর মুখে পড়েছেন দোকানের মালিক সঞ্জয় ঘোষ। অগ্নিকাণ্ড ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক জলদাতা, ঘটনাস্থলে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধক্ষ্য বাপি হালদার। আগুন লাগার ঘটনায় মিষ্টি দোকানের বহু আসবাবপত্র পুড়ে ভূষীভূত হয়। পাশেই রেডিমেড পোশাকের দোকানেও আগুনের লেলিহান পৌঁছে দোকানের বেশকিছু পোশাক পুড়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়।