Monday, October 20, 2025
Ad

সাংবাদিকতা বিষয়ে সেমিনার।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

ডিজিট্যাল সাংবাদিকদের বিশেষ কর্মশালা।

বন্দনা ভট্টাচার্য, কলকাতা: সম্প্রতি সাংবাদিকতা নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল ইনোভেটিভ সেন্টার কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচর এন্ড লোকাভরণ সাইন্টিফিক রিসার্চ বা ICCILLSR এর পক্ষ থেকে। গড়িয়ার পুলিশ পাড়া এলাকায় প্রতিষ্টানেের সভাকক্ষে এদিনের সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই পেশার সাথে যুক্ত প্রায় চল্লিশ জন শিক্ষানবিশ এদিন সেমিনারে উপস্থিত ছিলেন। বর্তমান প্রজন্মের অনেকেই এই পেশার সাথে যুক্ত হচ্ছেন। যারা বিষয়টি নিয়ে লেখাপড়া করেছেন তারা হয়ত কিছুটা জানেন। কিন্তু যে সব মানুষ এই পেশাটাকে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে অথবা অর্থের অভাবে কোনো প্রতিষ্টান থেকে শিক্ষাপ্রাপ্ত হতে পারেন নি, কিন্তু পেশাটাকে ভালোবেসে কাজ করছেন। তাদের জন‍্য এই ধরনের সেমিনার খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে সাহায‍্যকারীও।

এদিন রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশজন সাংবাদিক এই সেমিনারে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ‍্যমের কাজ কি, কিভাবে সংবাদ পরিবেশন করবেন, ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়ার পার্থক্য কি, এই রকম বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উক্ত শিক্ষা প্রতিষ্টানেের সাথে যুক্ত অভিজ্ঞ, সিনিয়র সাংবাদিকগন। সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্টানের কর্ণধার সম্পাদক ড. সুভাষ হালদার, সহ সম্পাদক সাংবাদিক সানওয়ার হোসেন, সভাপতি প্র.ড.বিপ্লব চক্রবর্তী, বিশিষ্ট ও প্রবীন সাংবাদিক সাজাহান সিরাজ, সাংবাদিক রক্তিম দাস ও সাংবাদিক শুভাশিস চ্যাটার্জী। সব শেষে সংস্থার (ICCILLSR) পক্ষ থেকে শিক্ষানবিশদের হাতে শংসাপত্র তুলে দেন সেমিনারে উপস্থিত বিশিষ্ট ব‍্যাক্তিগন। এদিন উপস্থিত শিক্ষানবিশরা আগামীদিনে এই ধরনের আরও প্রশিক্ষনের দাবি রাখেন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article