Thursday, December 4, 2025
Ad

পরিবর্তনের পরামর্শ দিতে হবে ডিসেম্বরের মধ্যে, দ্রুত চালু করতে চায় সংসদ।

Must read

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে সেমিস্টার চালু করতে চায় (semester for class 11th and 12th exams)উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেকথা আগেই জানানো হয়েছিল। এবার এই নিয়ে আরও একধাপ এগোল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে রাজ্য সরকারের কাছে। সংশ্লিষ্ট দফতরের থেকে ছাড়পত্র মিললেই কার্যকরী হবে এই নিয়ম। তবে আগামী শিক্ষাবর্ষ থেকেই যে এই নিয়ম চালু হবে তেমন কোনও বাধ্যবাধকতা নেই। তবে শিক্ষা সংসদ চাইছে যত দ্রুত সম্ভব এই নয়া পদ্ধতি চালু করতে।

শনিবার ৪৭টি বিষয়ের উপর তৈরি হওয়া বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেখানে তিনি ওই কমিটির সদস্যদের নির্দেশ দিয়ে জানান, সিলেবাস কতটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেটা খতিয়ে দেখতে হবে। সবক্ষেত্রে যে সিলেবাস পরিবর্তন করতেই হবে এমন ব্যাপার নেই। যে বিষয়গুলি ইতিমধ্যেই পরিবর্তন করা হয়েছে সেগুলো বাদ দিয়ে যেখানে পরিবর্তন প্রয়োজন সেখানে সিলেবাস বদল করতে হবে। কোন বিষয়ে সিলেবাস কতটা পরিবর্তন করা হল সেই বিষয়টি চূড়ান্ত করে ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সেমিস্টার নিয়ম চালু হলে একাদশ শ্রেণিতে দুটো এবং দ্বাদশ শ্রেণিতে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে। সেক্ষেত্রে, দুই ক্লাসের জন্য কীভাবে সিলেবাস ভাগ করা হবে সেই বিষয়টি চূড়ান্ত করতে হবে এই কমিটিকেই। পাশাপাশি, সিলেবাস ভাগ হয়ে গেলে মডেল প্রশ্নপত্র, ক্লাসের সময়সীমা এবং নম্বর বিভাজন কীভাবে হবে সেই বিষয়টি ঠিক করেও সংসদকে জমা দিতে হবে।

উদাহরণস্বরূপ বলা যায়, যে বিষয়গুলোর প্র্যাকটিক্যাল রয়েছে সেগুলোতে ৭০ নম্বরের থিওরি হয়, বাকি ৩০ নম্বর হয় প্রাকটিক্যাল। এবার সেমিস্টার চালু হলে এই ৭০ নম্বরই ভেঙে দেওয়া হবে। প্রথম সেমিস্টারে ৩৫ নম্বরের হবে এমসিকিউ এবং পরের সেমিস্টার হবে বাকি ৩৫ নম্বরের। সেক্ষেত্রে থাকবে ছোট প্রশ্ন। এরপর দুই সেমিস্টারের নম্বরের ভিত্তিতেই হবে পরীক্ষার্থীর মূল্যায়ন।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article