নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জমি মাফিয়ার সঙ্গে যুক্ত ভূমি আধিকারিকদের সম্বন্ধে যাবতীয় তথ্য সহ রিপোর্ট তলব করল নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেছেন, কিছু বিএলআরও সাধারণ মানুষের সঙ্গে জমি মাফিয়ার মতো আচরণ করছেন। তাঁরা জমি মাফিয়াদের সঙ্গে যোগসূত্র রেখে কাজ করছেন বলে অভিযোগ আসছে।
এ ব্যাপারে জেলাশাসকদের তদন্ত করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। জেলাশাসকদের রিপোর্টে কোনও বিডিও-র বিরুদ্ধে অভিযোগ উঠে এলে তৎক্ষণাৎ তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে। বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আমার কাছে খবর আছে, দু’একজন বিএলআরও (ব্লক ভূমি সংস্কার আধিকারিক) কিছু দুষ্টু লোকের সঙ্গে মিলে নানা রকম জমি কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমি জমি দফতরের সচিবকে বলব, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন।