Sunday, August 31, 2025
Ad

জলঙ্গীর ফরাজিপাড়া ঘাট এলাকায় পদ্মা নদীতে মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার।

Must read

সুজন সরকার, জলঙ্গী: মুর্শিদাবাদের জলঙ্গী থানার ফরাজিপাড়া ঘাট এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীতে মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার করল জলঙ্গী থানার পুলিশ। শুক্রবার বিকেলে জলঙ্গীর সীমান্তবর্তী ফরাজিপাড়া ঘাট এলাকায় পদ্মা নদীর মধ্যে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতদেহ দেখতে পদ্মা নদীর পাড়ে ভিড় জমায় এলাকাবাসীরা। এর পর খবর দেওয়া হয় জলঙ্গী থানার পুলিশ প্রসাশনকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়

স্থানীয় বাসিন্দারা জানান, আমরা দূর থেকে কিছু একটা ভাসতে দেখি। তারপর নৌকা নিয়ে গিয়ে দেখা যায় মৃতদেহ ভাসছে। মৃতদেহটির মাথা এবং ডান হাত কাটা ছিল। মৃতদেহটি পুরুষ না মহিলা তা জানা যায়নি। নাম , পরিচয়,কোথাকার দেহ ,কোথায় বাড়ি কিছুই জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। কিভাবে কোথা থেকে মৃতদেহটি এল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ। ঘটনার পর জলঙ্গীর ফরাজিপাড়া ঘাট এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article