Monday, October 20, 2025
Ad

শিশু মৃত‍্যু নিয়ে চাঞ্চল‍্য, কবর থেকে দেহ তুলে বাঁচানোর চেষ্টা।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, কুলপি : শিশু মৃত‍্যু নিয়ে চাঞ্চল‍্য ছড়ালো দক্ষিন ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত উদয়রামপুরের মধুসুদনপুর এলাকায়। মৃত শিশুর নাম সায়ন নস্কর (২)। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাবা মার সাথে ঘরে শুয়েছিল সায়ন। হঠাৎ করেই কেঁদে ওঠে। কান্নার কারণ প্রথমে বুঝতে না পারলেও পরে দেখে ঘরের ভিতরে সাপ। প্রতিবেশী কাউকে না পেয়ে নিজেরাই কুলপি ব্লক স্বাস্থ‍্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানেও প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে চিকিৎসক সায়নকে কোলকাতায় রেফার করে। আত্মীয়রা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্ত না করেই পরদিন সায়নকে মাঠের মাঝখানে কবর দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে সায়নের পরিজনেরা মৃত সায়নের দেহ কবর থেকে তুলে মনসার থানে শুইয়ে রেখে কান্নাকাটি করতে থাকে। পরিবারের দাবি, সায়নের বাবা-মা স্বপ্নে দেখেছে তাদের ছেলে বেঁচে আছে। তাই পরিবারের লোকজন গিয়ে তার দেহ তুলে নিয়ে আসে। প্রতিবেশীরা এই ঘটনা দেখে কুলপি থানায় খবর দিলে পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন‍্য পাঠায় ডায়মন্ড হারবার মরগে। এলাকার মানুষের দাবী সায়নের মৃত‍্যু সাপের কামড়ে হয়নি। ওকে তান্ত্রীকের কথায় কিছু করতে গিয়ে ওর মৃত‍্যু হয়েছে।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শিশুর পরিবারের লোকজন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে প্রশাসন সূত্রে জানা গেছে সায়ানের মৃত্যু সাপের কামড়েই হয়েছে। অবশেষে শুক্রবার ময়নাতদন্তের পর পুনরায় সায়নের দেহ কবর দেয়া হয়।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article