Monday, October 20, 2025
Ad

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে চাঁপদানী পৌরসভায় বিজেপির বিক্ষোভ প্রদর্শন

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : “তৃণমূল কংগ্রেস মানেই চোর” – একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব‍্য করলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি কিশান সাউ। রাজ‍্য সরকারের মিথ‍্যাচার, বিভিন্ন বিষয়ে দুর্নীতি, চুরি,খুন, ধর্ষন এই সবের বিরুদ্ধে সরব হয়ে ব‍ৃহস্পতিবার হগলীর চাঁপদানী পৌরসভার সামনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। কিশান সাউ ছাড়াও এই বিক্ষোভে সামিল ছিলেন, মন্ডল ১ এর সভাপতি প্রশান্ত রায়, মন্ডল ২ এর সভাপতি ঘনশ‍্যাম পান্ডে, প্রাক্তন সাধারণ সম্পাদক অমানিশ আইয়ার, বিধানসভার কনভেনার প্রদীপ গপ্তা সহ দুই মন্ডলের বিশিষ্ট নেতা, কর্মী, সমর্থক প্রমুখরা।

কিশান সাউ বলেন, পশ্চিমবঙ্গের একের পর এক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে ইডির হাতে ধরা পরে জেলে গেছে। সাধারণ মানুষের জন‍্য চাল পাঠাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাজ‍্যের চোর ডাকাত মিলে সেই চাল চুরি করে নিজেদের পকেট ভরছে। যারা চাকরির জন‍্য যোগ‍্য তারা পথে বসে দিন কাটাচ্ছে, আর অযোগ‍্যরা চাকরি করছে। রাজ‍্যের বিভিন্ন পৌরসভায় সিবিআই, ইডি হানা দিয়ে চোরেদের চিহ্নিত করছে। রাজ‍্যের মূখ্যমন্ত্রীর গোটা পরিবার বিভিন্ন চুরির সাথে যুক্ত। অভিষেক ব‍্যানার্জী একজন কয়লা মাফিয়া। কয়েকদিন পর পর ইডির দফতরে হাজিরা দিতে হয়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা তূণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আত্মসাত করেছে। ইডি, সিবিআই ও তদন্তকারী অফিসারদের উচিৎ যত দ্রুত সম্ভব এই চোরেদের দলের প্রত‍্যেকটা চোরকে চিহ্নিত করে জেলে ভরে দেওয়া। চোরগুলো জেলে গেলে তবেই পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত হবে। অন‍্যথায় পশ্চিমবঙ্গের মানুষকে এরা একেবারে নিঃশেষ করে ছেড়ে দেবে বলেও জানান শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সম্পাদক কিশান সাউ।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article