Saturday, October 18, 2025
Ad

আসাম পুলিশ এর অনুরোধে এক অভিযুক্ত কে গ্রেফতার করল খোয়াইয়ের চাম্পাহাওর থানার পুলিশ।

Must read

E-Paper

E-Paper

E Paper 12-11-2025

নিজস্ব প্রতিনিধি, খোয়াই-এিপুরা : আসাম পুলিশ এর অনুরোধে খোয়াইয়ের নাইল্লা বাড়ি এলাকা থেকে এক অভিযুক্ত কে গ্রেফতার করল চাম্পাহাওর থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইন্দ্রজিৎ যাদব। বাড়ি বিহারে। আসামের বদরপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর মামলা লিপিবদ্ধ রয়েছে। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানায় আসামের বদরপুর থানার একটি বার্তা পেয়ে খোয়াইয়ের নাইল্লা বাড়ি এলাকার শিবা দেববর্মার বাড়িতে অভিযান চালায় চাম্পাহাওর থানার পুলিশ।

অভিযান কালে ওই বাড়ি থেকে আটক করা হয় ইন্দ্রজিৎ যাদবকে এবং পুরো বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি কালে শিবা দেববর্মার বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কেজি শুকনো গাঁজা। এবং গাঁজা সহ আটক করা হয় শিবা দেববর্মাকে। তার বিরুদ্ধে চাম্পাহাওর থানায় এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। এদিকে ধৃত ইন্দ্রজিৎ যাদব কে খুব শীঘ্রই আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article